
রাইজিংসিলেট- বুধবার, ২৪ সেপ্টেম্বর, দেশের আন্তঃব্যাংক মুদ্রাবাজারে ডলারের বিনিময়মূল্য সামান্য বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, আজ ডলারের সর্বোচ্চ বিনিময়হার দাঁড়িয়েছে ১২১.৭৭ টাকা এবং সর্বনিম্ন হার ১২১.৭৪ টাকা। গড় হার নির্ধারণ করা হয়েছে ১২১.৭৫ টাকা।
গত জুলাই থেকে চলতি সেপ্টেম্বর পর্যন্ত সময়কালে ডলারের দামে ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। এই পরিস্থিতি দেশের বৈদেশিক বাণিজ্য ও আমদানি-রপ্তানি খরচেও প্রভাব ফেলছে।
এছাড়া অন্যান্য বৈদেশিক মুদ্রার ক্ষেত্রেও আজ মিশ্র প্রবণতা দেখা গেছে। ইউরো, ব্রিটিশ পাউন্ড এবং অস্ট্রেলিয়ান ডলারের দাম কিছুটা বেড়েছে, তবে ইউরো ও সিঙ্গাপুর ডলারের দাম কমেছে। চীনা ইউয়ান ও জাপানি ইয়েনের বিনিময়হার স্থির রয়েছে।
উল্লেখযোগ্য যে, কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত দরের তুলনায় খোলাবাজারে কিছুটা বেশি দামে বৈদেশিক মুদ্রা বিক্রি হয়ে থাকে।