ঢাকামঙ্গলবার , ২ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ডাকাতির ২৪ ঘন্টার মধ্যেই মালামাল উদ্ধার, গ্রে ফ তা র ৩

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ২, ২০২৫ ৭:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ads

সিলেটের মোগলাবাজার থানা পুলিশের দ্রুত ও সফল অভিযানে মাত্র ২৪ ঘন্টার মধ্যে স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান ডাকাতির ঘটনায় লুট হওয়া প্রায় ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। পাশাপাশি সংঘবদ্ধ ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনা সূত্রে জানা যায়, ০১ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ রাত ৩টা ১৫ মিনিটে সিলেট–ফেঞ্চুগঞ্জ রোডে লালমাটিয়া, রয়েল সিটি আবাসিক এলাকা সংলগ্ন স্থানে একটি সাদা নোহা ও আরেকটি প্রাইভেটকার কাভার্ড ভ্যানটিকে ব্যারিকেড দেয়। এরপর ৬–৭ জন সশস্ত্র ডাকাত ভ্যানের চালক ও হেলপারকে মারধর করে এবং হত্যার ভয় দেখিয়ে কনটেইনার খুলে প্রায় ২০ লাখ টাকার মালামাল ও তাদের মোবাইল ফোন লুট করে দ্রুত সিলেট শহরের দিকে পালিয়ে যায়।

ঘটনার পর মোগলাবাজার থানায় ডাকাতি মামলা (মামলা নং ০১/১৫২, ধারা ৩৯৫/৩৯৭) রুজু করা হয়।

মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামছুল হাবিব এর নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী তোবারক হোসেন তথ্য প্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে একের পর এক অভিযান পরিচালনা করেন।

রাত ৩:১০ ঘটিকায় পশ্চিমভাগ আবাসিক এলাকা থেকে সাকেল আহমদ (৩৩) গ্রেফতার করা হয় ।তার জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য অনুযায়ী রাত ৩:৪০ ঘটিকায় পূর্ব শ্রীরামপুর এলাকা থেকে আক্তার হোসেন (৩৪) ও রিহাদ আহমেদকে (৩৭) গ্রেফতার হয় ।

গ্রেফতারের পর তিনজনই উপস্থিত লোকজনের সামনে ডাকাতির ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করে।

ভোর ৫:৪৫ মিনিটে আসামি রিহাদ আহমেদের দেখানো মতে তার বাড়ির সীমানা প্রাচীরের ভেতরে কচুর ঝোপের মধ্যে লুকানো ০৩টি সাদা প্লাস্টিকের বস্তা, ০২টি কালো পলিথিন বস্তা ও ০২টি কার্টুনে থাকা ডাকাতির মালামাল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতার তিনজনই একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য এবং তারা সিলেট মহানগরসহ বিভিন্ন এলাকায় নিয়মিত ডাকাতি করে আসছিল।

আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।