ডা.এ কে এম হাফিজ ওয়াসা সিলেট বোর্ড এর চেয়ারম্যান মনোনীত হওয়ায় হাউজিং এষ্টেট এসোসিয়েশেনের পক্ষ থেকে সম্বর্ধনা প্রদান করা হয়েছে।
গত ২৫ নভেম্বর রাতে হাউজিং এষ্টেট এসোুিসয়েশনের কার্য্য্যালয়ে আয়োজিত সংবর্ধনায় উপস্থিত ছিলেন হাউজিং এস্টেট এসোসিয়েশনের উপদেষ্টা,বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সদস্য প্রকৌশলী শোয়েব আহমদ মতিন, সাধারণ সম্পাদক ওলায়েত হোসেন লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর মাহবুব, যুগ্ম সাধারন সম্পাদক ডাঃ মাহবুবুল আলম সুমন, সদস্য রেবিনা আক্তার চৌধুরী ও সৈয়দ শাহ ছায়িফ আহমদ প্রমূখ।
সংবর্ধনাকালে বক্তারা বলেন, এই এলাকার বিশিষ্ট মুরব্বী এসোসিয়েশনের সভাপতি ডা.এ কে এম হাফিজ ওয়াসা সিলেট বোর্ড এর চেয়ারম্যান মনোনীত হওয়ায় এলাকাবাসী অত্যন্ত আনন্দিত এতে শুধু তিনি সম্বান্বিত হননি ্এলাকাবাসী সম্মানিত হয়েছেন।