• ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ , ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ডা. মামুন আল মাহতাব স্বপ্নিল এর রেড ক্রিসেন্টে আগমন উপলক্ষে মতবিনিময় সভা

risingsylhet.com
প্রকাশিত জানুয়ারি ১৪, ২০২৩

ডা. মামুন আল মাহতাব স্বপ্নিল এর রেড ক্রিসেন্টে আগমন উপলক্ষে মতবিনিময় সভা,বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান ডা. মামুন আল মাহতাব স্বপ্নিল শনিবার (১৪ জানুয়ারি) রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটে শুভাগমন করেছেন।  এ উপলক্ষে দুপুরে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সিলেট জেলা পরিষদ এবং রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে ‘লিভার রোগের কারণ প্রতিকার বিষয়ক’ পাওয়ার প্ল্যান্ট উপস্থাপন করে বক্তব্য রাখেন প্রধান অতিথি বিশিষ্ট চিকিৎসক, সিলেটের কৃতী সন্তান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নিল।

সাবেক যুব প্রধান ও রেড ক্রিসেন্টের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. নাজিম খানের পরিচালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের সেক্রেটারি মোঃ আব্দুর রহমান জামিল।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের কার্যকরী কমিটির সদস্য ফেরদৌস চৌধুরী রুহেল, সোয়েব আহমদ, মো. মজির উদ্দিন, মাতৃমঙ্গল  হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. নুরুল আলম খান, রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের অধ্যক্ষ রেনোয়ারা আক্তার, মুজিব-জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের পরিচালক  ডা. আবু সালেহ খান, মাতৃমঙ্গল হাসপাতালের গাইনী বিভাগের কনসালটেন্ট ডা. হুমায়রা।

এছাড়াও রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল, রেড ক্রিসেন্ট নার্সিং কলেজ, মুজিব-জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের কর্মকর্তা, শিক্ষার্থী এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ডা. স্বপ্নিলকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেন রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের নেতৃবৃন্দ।

বার পড়া হয়েছে।