ঢাকারবিবার , ২৩ জুন ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ডিগ্রি দ্বিতীয় বর্ষের ও অনার্স চতুর্থ দুটি পরীক্ষা স্থগিত

rising sylhet
rising sylhet
জুন ২৩, ২০২৪ ৬:১৩ অপরাহ্ণ
Link Copied!

ডিগ্রি দ্বিতীয় বর্ষের ও অনার্স চতুর্থ দুটি পরীক্ষা স্থগিত ।

রোববার (২৩ জুন) বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী ২৪ জুন অনুষ্ঠেয় অনার্স চতুর্থ বর্ষ এবং ২৫ জুন ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার কারণে এসব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী ২৪ জুন অনুষ্ঠেয় অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা এবং ২৫ জুন ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত এ পরীক্ষা দুটির সংশোধিত তারিখ সংশ্লিষ্ট সবাইকে পরে জানানো হবে। এছাড়া এসব পরীক্ষার পূর্ব ঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।

উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত অথবা যেকোনো তথ্যের জন্যwww.nu.ac.bd ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি ব্যতীত অন্য কোনো সূত্র থেকে পাওয়া তথ্য অনুসরণ না করার জন্য অনুরোধ করা হয়েছে।

১৩২ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।