ঢাকাবুধবার , ৩ জুলাই ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ডিবির অভিযানে জুয়া খেলার সামগ্রীসহ ১০ জুয়ারী গ্রেফতার

rising sylhet
rising sylhet
জুলাই ৩, ২০২৪ ১২:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি টিমের অভিযানে ১০ জুয়াড়িকে আটক করা হয়েছে।

আজ ২ জুলাই মঙ্গলবার সাড়ে ৫ টায় মহানগ গোয়েন্দা বিভাগের গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি দক্ষিণ সুরমা থানাধীন চাঁদনীঘাট মাছ বাজারস্থ আব্দুর রহমান নামক দোকানের সামনে খালি জায়গায় জুয়ার বোর্ডে অভিযান পরিচালনা করে ১০ জুয়ারীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলেন,মোঃ নজরুল ইসলাম (৩৮), পিতা-সাহেদ মিয়া, সাং-বামই, থানা-লাখাই, জেলা-হবিগঞ্জ, বর্তমানে-আলফাত্তা বিল্ডিং কদমতলি, থানা- দঃ সুরমা, জেলা-সিলেট, মোঃ তরিকুল ইসলাম(২৫), পিতা-মৃত ফালান মিয়া, সাং-চন্দনকান্দি, থানা- সদর, জেলা-নেত্রকোনা, বর্তমানে- ঝালোপাড়া আফজাল মিয়ার কলোনী, থানা- দক্ষিণ সুরমা, জেলা- সিলেট,মোঃ রহমত আলী(৩৭), পিতা-মৃত মনির আলী, সাং-দক্ষিনভাগ, থানা-বড়লেখা, জেলা- মৌলভীবাজার, বর্তমানে-ভার্থখলা এ ব্লক রানু মিয়ার বাসা, থানা-দক্ষিণ সুরমা, জেলা- সিলেট,মোঃ হেলাল আহমদ(২৬), পিতা-মোঃ আব্দুর রহমান, সাং-মিরাভান্দা, থানা-সালতা, জেলা-ফরিদপুর, বর্তমানে-শতাব্দী কমপ্লেক্স,কদমদলী, থানা- দক্ষিণ সুরমা, জেলা-সিলেট, মোঃ সাগর (২০), পিতা-সাহেদ মিয়া, সাং-শিরুল মিয়ার বাসা,ভার্থখলা বি ব্লক, থানা -দক্ষিণ সুরমা, জেলা- সিলেট, আলম আহমদ(৪৫), পিতা- মৃত ময়না মিয়া, সাং-ঝালোপাড়া স্বপ্ননীল , থানা – দক্ষিণ সুরমা, জেলা- সিলেট,মোঃ এনাম মিয়া (২৫), পিতা- মৃত বাদশা মিয়া, সাং-শীববাড়ী জৌইনপুর, থানা- দক্ষিণ সুরমা, জেলা- সিলেট, বদরুল ইসলাম (৩৯) পিতাঃ মৃত- শমসের আলী, সাং-সীলাম রুস্তমপুর, থানা- মোগলাবাজার, জেলা-সিলেট, হেলাল মিয়া (২০), পিতা- কামাল মিয়া,সাং- ভার্থখলা এ ব্লক নিরিবিলি, থানা- দক্ষিণ সুরমা, জেলা- সিলেট,মোঃ সানী (৩৫), পিতা- মোঃ কামাল, সাং- চিনাইর,থানা-সদর,জেলা- ব্রাহ্মণবাড়ীয়া,বর্তমানে- হেলাল মিয়ার কলোনী, কদমতলী, থানা- দক্ষিণ সুরমা, জেলা- সিলেট।

বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

গ্রেফতার করে এসএমপি দক্ষিণ সুরমা থানায় নন এফআইআর প্রক্রিয়াধীন, ধারা- সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ৯৫, পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে।

১১২ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।