
রাইজিংসিলেট- ঢাকার বাইরে হাইকোর্ট বেঞ্চের প্রস্তাব বাতিলের দাবিতে আইনজীবীদের বিক্ষোভ। ঢাকার বাইরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপন সংক্রান্ত সংস্কার কমিশনের প্রস্তাবের বিরোধিতা করে বিক্ষোভ করেছেন সাধারণ আইনজীবীরা। সোমবার (৭ জুলাই) দুপুরে সুপ্রিম কোর্ট চত্বরে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভকারীরা জানান, পূর্বে সুপ্রিম কোর্টের একটি নির্দেশনায় স্পষ্টভাবে ঢাকার বাইরে হাইকোর্ট বেঞ্চ স্থাপন না করার কথা বলা হয়েছিল। সেই নির্দেশনা অমান্য করে সংস্কার কমিশন নতুন করে এমন একটি প্রস্তাব দিয়েছে, যা আদালত অবমাননার সামিল বলে দাবি করেন তারা।
আইনজীবীদের আশঙ্কা, বিভাগীয় শহরগুলোতে হাইকোর্ট বেঞ্চ চালু হলে বিচারব্যবস্থায় রাজনৈতিক প্রভাব বাড়বে এবং ন্যায়বিচার বিঘ্নিত হতে পারে। পাশাপাশি, ঢাকার বাইরে দক্ষ ও অভিজ্ঞ আইনজীবীর স্বল্পতা থাকায় বিচারপ্রক্রিয়ায় দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব পড়বে বলেও মন্তব্য করেন তারা।
প্রসঙ্গত, ১৯৮৮ সালে সংবিধানের ১০০ অনুচ্ছেদের সংশোধনের মাধ্যমে ঢাকার বাইরে ৬টি হাইকোর্ট বেঞ্চ স্থাপন করা হলেও, সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ হয় আদালতে। ১৯৮৯ সালে তৎকালীন প্রধান বিচারপতি বদরুল হায়দার চৌধুরীর নেতৃত্বে আপিল বিভাগ এ সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে রায় দেয়। এরপর থেকে আর কোনো সরকার ঢাকার বাইরে হাইকোর্ট স্থাপনের উদ্যোগ নেয়নি।