
রাইজিংসিলেট- ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে শুরু করে মেঘনা টোল প্লাজা পর্যন্ত প্রায় ২১ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। সোমবার গভীর রাত থেকে শুরু হওয়া এ যানজট মঙ্গলবার সকাল পর্যন্ত স্থায়ী ছিল, ফলে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
সূত্রে জানা গেছে, কাঁচপুর থেকে মদনপুর হয়ে মেঘনা টোল প্লাজা পর্যন্ত উভয় দিকেই যান চলাচলে বিঘ্ন ঘটে। একই পরিস্থিতি দেখা গেছে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁ ও রূপগঞ্জ অংশেও।
ট্রাফিক জ্যামের অন্যতম কারণ হিসেবে দাউদকান্দি এলাকায় ঘটে যাওয়া একটি দুর্ঘটনা এবং কিছু ট্রাকচালকের মহাসড়কে যানবাহন রেখে ঘুমিয়ে পড়ার বিষয়টি চিহ্নিত করেছে হাইওয়ে পুলিশ।
শিমরাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ জুলহাস উদ্দিন জানান, ট্রাকচালকদের জাগিয়ে যানবাহন সরিয়ে নেওয়ার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। ধীরে ধীরে যান চলাচল সচল হচ্ছে।
অন্যদিকে কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি আব্দুল কাদের জিলানী জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হলেও ঢাকা-সিলেট মহাসড়কের কিছু অংশে এখনও যানজট রয়েছে।
ভুক্তভোগী যাত্রীরা জানান, স্বল্প দূরত্বে পৌঁছাতে তাদের কয়েক ঘণ্টা সময় লেগে যায় এবং অনেকে হেঁটেই গন্তব্যে পৌঁছাতে বাধ্য হন।