raising sylhet
ঢাকাসোমবার , ৪ মার্চ ২০২৪
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৪ শিক্ষার্থীকে বহিষ্কার

rising sylhet
rising sylhet
মার্চ ৪, ২০২৪ ৯:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৪ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (৩ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এতে সভাপতিত্ব করেন উপাচার্য ড. এ এস এম মাকসুদ কামাল।

তাদের কেন স্থায়ী বহিষ্কার করা হবে না মর্মে ৭ কার্যদিবসের লিখিত জবাব আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে।

একাধিক সিন্ডিকেট সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন। নাম না প্রকাশের শর্তে এক সিন্ডিকেট সদস্য বলেন, বহিষ্কারাদেশ চলাকালীন শিক্ষার্থীরা হলে অবস্থান করতে পারবে না। যদি নির্দেশ অমান্য করে সেক্ষেত্রে সংশ্লিষ্ট হল প্রশাসন তাৎক্ষণিকভাবে প্রক্টর অফিসের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করবে।

বহিষ্কৃতরা হলেন—ফলিত গণিত বিভাগ ও ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থী মো. আযহা ইসলাম, সংগীত বিভাগ ও শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের মর্তুজা হাসান খান (ফাহিম), ইতিহাস বিভাগ ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের শিক্ষার্থী মো. আজিম মাহমুদ তওসিফ, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ও মাস্টার দা সূর্যসেন হলের শিক্ষার্থী মো. বিষাদ মাল রিয়াদ ওরফে রিসাত। তারা সবাই ২০২১-২২ সেশনের শিক্ষার্থী।

উল্লেখ্য, গত ২১ জানুয়ারি নারী কনস্টেবল জেসমিন তার ছোট ভাইকে নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে ঘুরতে আসেন। এক পর্যায়ে শিখা চিরন্তন ভাস্কর্যের পাশে তাদের ছয়জন মিলে ঘিরে ধরেন এবং সাথে থাকা সাড়ে ৫ হাজার টাকা ছিনিয়ে নেন।

এ সময় অভিযুক্ত আজহা ইসলামকে ধরে ফেলেন ওই নারী কনস্টেবল। পরে তাকে শাহবাগ থানায় আটক করা হয়। এ ঘটনায় জেসমিন শাহবাগ থানায় একটি মামলা করেন।

১৩৭ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।