
রাইজিংসিলেট- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম দফায় ১২৫টি আসনের প্রাথমিক প্রার্থীর তালিকা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় দলের সদস্য সচিব আখতার হোসেন এ তালিকা ঘোষণা করেন।
তালিকা অনুযায়ী, ঢাকা-১১ আসনে দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এনসিপির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই আসনটি বাড্ডা, ভাটারা ও রামপুরা এলাকা নিয়ে গঠিত। এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে রয়েছেন এম এ কাইয়ুম, যাকে দলটি গত ৩ নভেম্বর ঘোষণা করেছিল।
এছাড়া ঢাকা-১৮ আসনে দলটির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রার্থী করা হয়েছে এবং পঞ্চগড়-১ আসনে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক মো. সারজিস আলম দলটির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
কুমিল্লা-৪ আসনে এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং রংপুর-৪ আসনে সদস্য সচিব আখতার হোসেন প্রতিদ্বন্দ্বিতা করবেন। পাশাপাশি ঢাকা-৯ আসনে ডা. তাসনিম জারা ও আবারও ঢাকা-১৮ আসনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।
ঢাকার অন্যান্য আসনে প্রার্থী হয়েছেন—
ঢাকা-১: মো. রাসেল আহমেদ
ঢাকা-৪: ডা. জাহিদুল ইসলাম
ঢাকা-৫: এস এম শাহরিয়ার
ঢাকা-৭: তারেক আহম্মেদ আদেল
ঢাকা-১২: নাহিদা সারওয়ার নিভা
ঢাকা-১৩: আকরাম হুসাইন
ঢাকা-১৫: অবসরপ্রাপ্ত মেজর মুহাম্মদ আলমগীর ফেরদৌস
ঢাকা-১৬: আরিফুল ইসলাম আদীব
ঢাকা-১৭: ডা. তাজনূভা জাবীন
ঢাকা-১৯: ফয়সাল মাহমুদ শান্ত
ঢাকা-২০: ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ