• ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

তরমুজ চাষের উজ্জ্বল সম্ভাবনা

risingsylhet.com
প্রকাশিত মার্চ ৩১, ২০২৩

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের শরণখোলায় তরমুজ চাষের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। গতবছরের তুলনায় এ বছর দ্বিগুণ জমিতে তরমুজ চাষ হয়েছে। আগামীতে আরো ব্যপক জমিতে তরমুজ চাষ হবে বলে কৃষি অফিস সূত্র জানিয়েছেন। উপজেলার জিলবুনিয়া গ্রামের লোকমান সরদার তার ভাতিজাকে নিয়ে ৪ বিঘা জমিতে পাকিজা জাতের তরমুজ চাষ করেছে। ফলন হয়েছে আশানুরূপ। গত ৫ দিন আগে বৃষ্টি ও আবহাওয়া অনুকুলে না থাকায় তার ক্ষেত থেকে প্রায় দেড় হাজার তরমুজ কেটে বিক্রয় করেছে। যার আনুমানিক মূল্য প্রায় আড়াই লাখ টাকা। তার চোখে মুখে ফুটে উঠেছে হাসির ঝিলিক। তরমুজ চাষে সফল চাষি লোকমান সরদার জানায়, গত বছর তিন বন্ধু মিলে তরমুজ চাষ করে তাদের প্রায় তিন লাখ টাকা লাভ হয়েছে। সেই আশা নিয়েই এ বছর চার বিঘা জমিতে পাকিজা জাতের তরমুজের চাষ করেন। এই চাষাবাদের জন্য কৃষি বিভাগ থেকে বীজ সারসহ বিভিন্ন উপকরণ পেয়েছেন। আবহাওয়া খারাপ দেখে গত ৫দিন আগে ঐ ক্ষেত থেকে প্রায় ১৫শত তরমুজ কেটে বিক্রয় করা হয়েছে। তরমুজ ব্যবসায়ী মোফাজ্জেল হাওলাদারের কাছে বিক্রয় করা হয়েছে। বিক্রিতে প্রায় আড়াই লাখ টাকা নেমেছে। ক্ষেতে এখনও প্রায় ৩০০ পিস তরমুজ রয়েছে। আবহাওয়া আরো খারাপ না হলে প্রায় অর্ধ লাখ টাকার তরমুজ বিক্রয় করা যাবে। আমার চাষাবাদে খরচ হয়েছ ১ লাখ ২০ হাজার টাকা। শরণখোলা উপজেলা কৃষি অফিসার দেবব্রত সরকার এ প্রতিনিধিকে বলেন, গত বছর শরণখোলায় কিছু জমিতে তরমুজ চাষ হলেও এ বছর তার চেয়ে দ্বিগুণ জমিতে তরমুজের চাষ হয়েছে। লোকমানসহ অন্যান্য চাষিরা আশানুরূপ ফলন পেয়েছে। আবহাওয়া খারাপ না হলে বাম্পার ফলন হতো। এ চাষিদের কৃষি বিভাগ থেকে বীজ সারসহ বিভিন্ন সহযোগীতা প্রদান করা হয়েছে। আগামীতে শরণখোলায় ব্যাপক জমিতে তরমুজ চাষ হওয়ার সম্ভাবনা রয়েছে।

১২ বার পড়া হয়েছে।