ঢাকাসোমবার , ৮ এপ্রিল ২০২৪
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় প্রেমিক সহ চার আসামিকে কারাগারে

rising sylhet
rising sylhet
এপ্রিল ৮, ২০২৪ ৮:২৩ অপরাহ্ণ
Link Copied!

শেকলে বেঁধে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় প্রেমিক সানসহ চার আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (৮ এপ্রিল) সিএমএম আদালতে মোহাম্মদপুর থানার (নারী-শিশু) সাধারণ নিবন্ধন শাখার উপ-পরিদর্শক (এসআই) উত্তম বিশ্বাস এ তথ্য জানান।

মামলার অন্য আসামিরা হলেন- হিমেল, রকি ও সালমা ওরফে ঝুমুর।

তিনি জানান, গত শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, দুই দফায় পাঁচদিনের রিমান্ড শেষে গত শনিবার তাদের আদালতে হাজির করে ফের পাঁচদিনের রিমান্ড চান তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই ফারুকুল ইসলাম। আসামিপক্ষে আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

শুনানি শেষে বিচারক রিমান্ড ও জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১ এপ্রিল তাদের প্রথম দফায় তিনদিন ও ৪ এপ্রিল দ্বিতীয় দফায় দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

জানা যায়, রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসায় শেকলে বেঁধে রেখে ২৫ দিন ধরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন এক তরুণী। নবীনগর হাউজিংয়ের একটি বাসায় তাকে আটকে রেখে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও ধারণের অভিযোগে গত ৩১ মার্চ রাতে মোহাম্মদপুর থানায় মামলা করেছেন ভুক্তভোগী তরুণী। এর আগে তরুণীর চিৎকারে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে এক ব্যক্তি কল করলে পুলিশ তরুণীকে শেকলে বাঁধা অবস্থায় উদ্ধার করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।