ঢাকাবুধবার , ১৮ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

তামাবিল স্থলবন্দর পরিদর্শন শেষে তত্ত্বাবধায়ক ইস্যুতে সাংবাদিকদের যা বলেন-কর্মসংস্থান উপদেষ্টা

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ১৮, ২০২৪ ৮:২২ অপরাহ্ণ
Link Copied!

আমরা কোন দলভূক্ত না বলেছেন, নৌ-পরিবহন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন । আমাদের নির্বাচন করার কোন ইচ্ছাও নাই। নির্বাচন যদি কেউ করতে চায় তবে ক্ষমতা ছেড়ে করতে হবে। অন্তর্র্বতীকালীন সরকারের যত উপদেষ্টা আছেন তার কোন দলের নয়। সবাই যদি মনে করে নির্বাচনে নতুন তত্ত্বাবধায়ক সরকার করবে তাহলে সেটিও দেখা হবে। অন্তর্র্বতীকালীন সরকারের ম্যান্ডেট আছে সংস্কার শেষে নির্বাচন করার। তবে সময় হলে সব পরিষ্কার হবে।

তত্ত্বাবধায়ক সরকারের নিয়মে আছে তিন মাসের মধ্যে নির্বাচন করা। তবে সে সময় বাধা থাকবে কি না তা এখনই বলা যাচ্ছে না। তবে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে আর আদালতের যাওয়া হবে না।

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে সিলেট তামাবিল স্থলবন্দর পরিদর্শন শেষে তত্ত্বাবধায়ক ইস্যুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, আমাদের দেশে এখনো নির্বাচনের পরিবশে আসে নি। গত কয়েকবার মানুষ কোন ভোট দিতে পারিনি। সেগুলো থেকে আমাদের বের হতে হবে। আদালত থেকে যে রায় এসেছে সেটি দরকার ছিল।

এর আগে সকালে তামাবিল স্থলবন্দর পরিদর্শনে গিয়ে বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন উপদেষ্টা। ব্যবসায়ী ও যাত্রীদের নানা সমস্যার কথা শুনেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে নৌপরিবহন উপদেষ্টা বলেছেন, সবাই যদি মনে করে নির্বাচন নতুন তত্ত্বাবধায়ক সরকার করবে অথবা নতুন কাউকে যুক্ত করা হবে। তত্বাবধায়ক সরকার আইনে যে সময় সীমা আছে তা কিভাবে সমাধান হবে তা একটি বিষয়। তবে এখনো এ বিষয়ে হাত দিবে না বর্তমান সরকার। তামাবিল স্থল বন্দরের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সকল ধরনের সহযোগিতা করা হবে।

তিনি বলেন, এশিয়ান ডেভলেপমন্টে ব্যাংক প্রজেক্টের মধ্যে আছে যাত্রী ছাউনী, ফায়ার ব্রিগেড, সিএনফ’র জন্য বসার যায়গা, ইউনিয়নের জন্য যায়গা। এগুলোর স্থায়ী সমাধানে কাজ চলছে। অনেক বড় একটি ইয়ার্ড হয়েছে। এটা হয়তো আরেকটু স্পেস বাড়বে। একটা প্রসেস আছে। আমরা চেস্টা করছি প্রসেসটা দ্রুত উত্তোরনের জন্য। প্রজেক্টগুলো হয়ে গেলে অনেক সমস্যা দুর হবে।

বুধবার দুপুরে সিলেটের তামাবিল স্থলবন্দর পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার ড. এম সাখাওয়াত হোসেন এর আগে বেলা ১১ টার সময় তামাবিল স্থল বন্দরে পৌঁছে তিনি স্থল বন্দরের প্রশাসনিক ভবন, তামাবিল ইমিগ্রেশন, বধ্য ভূমি ও স্থলবন্দরের পণ্য পরিমাপ স্কেল পরিদর্শন শেষে স্থল বন্দরের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে বাংলাদেশ স্থলবন্দর আয়োজিত তামাবিল স্থলবন্দরের অংশীজনদের সাথে মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় তামাবিল পাথর আমদানিকারক গ্রুপের পক্ষ থেকে আমদানীকৃত পাথরে ওজনে যৌক্তিক ছাড়, লেবার হ্যান্ডেলিং, ইয়ার্ড ব্যবহারে অতিরিক্ত ট্যারিফ প্রতিবন্ধকতা, বন্ড এরিয়া বৃদ্ধি ও স্থল বন্দরের অবকাঠামো উন্নয়নের বিষয়ে নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন’র কাছে দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ স্থল বন্দরের চেয়ারম্যান অতিরিক্ত সচিব মোহাম্মদ মানজারুল মান্নান, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান, গোয়াইনঘাটের ইউএনও মোঃ তৌহিদুল ইসলাম, তামাবিল স্থলবন্দরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমানসহ তামাবিল পাথর আমদানিকারক গ্রুপের নেতৃবৃন্দ।

১০৭ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।