• ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

তারেক-জুবাইদার সাজা, প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

risingsylhet.com
প্রকাশিত আগস্ট ৩, ২০২৩
তারেক-জুবাইদার সাজা, প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

রাইজিংসিলেট- তারেক-জুবাইদার সাজা, প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে আদালতের রায়ের প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ হয়েছে। বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে নগরীর খানপুর এলাকায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা বিক্ষোভ সমাবেশ করে। জেলার বিভিন্ন উপজেলা থেকে অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে ওই সমাবেশে যোগ দেন। জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা অবিলম্বে তারেক রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে আদালতের রায় প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।

৩২ বার পড়া হয়েছে।