ঢাকাবৃহস্পতিবার , ১২ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

তারেক রহমানের দেশে ফিরতে বাধা নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা

rising sylhet
rising sylhet
জুন ১২, ২০২৫ ১:৩১ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- তারেক রহমানের দেশে ফিরে আসার বিষয়ে সরকারের কোনো ধরনের বাধা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘তারেক রহমান বাংলাদেশের নাগরিক। তিনি চাইলে যে কোনো সময় দেশে ফিরতে পারেন। তাঁর দেশে ফেরার সিদ্ধান্ত একান্তই তাঁর ব্যক্তিগত বিষয়।

বৃহস্পতিবার সকালে গাজীপুরের সালনা হাইওয়ে থানা ও ব্যারাক পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

এসময় ভারত থেকে বাংলাদেশিদের পুশ-ইন বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ভারত থেকে যাদের বাংলাদেশে ঢোকানো হচ্ছে, তারা সঠিক চ্যানেল অনুসরণ করছে না। অমানবিকভাবে তাদের বাংলাদেশের সীমানায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এ বিষয়ে আমরা ভারতের হাইকমিশনারকে জানিয়েছি এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এ ব্যাপারে কথা বলেছেন।

তিনি আরও বলেন, ‘আমাদের বাংলাদেশের নাগরিক যারা ভারতসহ বাইরের দেশে অবস্থান করছেন, তাদের অবশ্যই দেশে ফিরতে দেওয়া হবে। তবে সেক্ষেত্রে যথাযথ পদ্ধতি অনুসরণ করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে তারা জঙ্গলের পথ বা অননুমোদিত রাস্তা ব্যবহার করছে। যা খুবই অমানবিক।

কোভিড প্রতিরোধে আন্তর্জাতিক সীমান্ত ও বিমানবন্দরসমূহে সচেতনতা বৃদ্ধির জন্য সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা।

এ সময় তাঁর সঙ্গে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ড. মো. নাজমুল করিম খান, হাইওয়ে পুলিশের ডিআইজি শফিকুল ইসলাম, গাজীপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে তিনি বিজিবির গাজীপুর ব্যাটালিয়ন ও বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট ঘুরে দেখার কথা রয়েছে।

সাংবাদিকদের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা আহ্বান জানিয়ে বলেন, ‘খণ্ডিত নয়, সম্পূর্ণ তথ্য প্রচার করুন। খণ্ডিত সংবাদ প্রতিবেশী রাষ্ট্র তাদের স্বার্থে ব্যবহার করতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।