বাংলাদেশস্থ সৌদী দূতাবাসের সাবেক দ্বা’য়ি ও শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা পাঠানটুলা সিলেটের শায়খুল হাদীস আল্লামা ইসহাক আল মাদানী বলেছেন, কুরআন হচ্ছে মুমিনের পথচলার গাইডলাইন। তাই কুরআনকে শুধু মুখস্থ ও অধ্যয়নের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবেনা। কুরআনের সুমহান আলোয় জীবন আলোকিত করতে হবে। কুরআনের আলোকে জীবন পরিচালনার শপথ নিতে হবে। তাহলে ইহকালিন সাফল্য ও পরকালিন মুক্তির পথ প্রশস্ত হবে।
তিনি শনিবার বিকেলে তাহফীজুল কুরআন শিক্ষা বোর্ড সিলেটের উদ্যোগে ১০ ও ২০ পারা মুখস্থ কুরআনে হাফেজদের নিয়ে দিনব্যাপী অনুষ্ঠিত হিফজুল কুরআন প্রতিযোগিতার বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
তাহফীজুল কুরআন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মাওলানা আব্দুস সালাম আল মাদানীর সভাপতিত্বে, বোর্ডের সচিব হাফিজ মিফতাহুদ্দীন আহমদ ও ভাইস চেয়ারম্যান শায়খ সাঈদ বিন নূরুজ্জামান আল মাদানীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের চেয়ারম্যান ও তাহফীজুল কুরআন শিক্ষা বোর্ডের উপদেষ্টা মাওলানা হাবিবুর রহমান, বোর্ডের উপদেষ্টা হাফিজ মাওলানা আনোয়ার হোসাইন খান ও দৈনিক জালালাবাদ পত্রিকার সম্পাদক মুকতাবিস উন নূর।
নগরীর বন্দরবাজারস্থ হাজী কুদরত উল্লাহ মাদ্রাসা প্রাঙ্গনে দিনব্যাপী অনুষ্ঠিত হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের বিভিন্ন হাফিজিয়া মাদ্রাসা থেকে ২৫০ জন ছাত্র-ছাত্রী অংশ নেন। এরমধ্যে ১০ পারা ও ২০ পারা থেকে ৩০ জন ছাত্র-ছাত্রীকে বৃত্তি প্রদান করা হয়।
সভাপতির বক্তব্যে বোর্ডের চেয়ারম্যান মাওলানা আব্দুস সালাম আল মাদানী বলেন, তাহফীজুল কুরআন শিক্ষা বোর্ড বৃহত্তর সিলেটে কুরআনের খেদমতে কাজ করে যাচ্ছে। কুরআনে হাফেজদের নিয়ে হিফজুল কুরআন প্রতিযোগিতা একটি মহৎ উদ্যোগ। এর মাধ্যমে হাফেজ শিক্ষার্থীদের মাঝে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হবে। শিক্ষার্থীদের কুরআনের আলোয় জীবন আলোকিত করার জন্য গড়ে তুলতে হবে।
১৭ বার পড়া হয়েছে।