বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা আওতাধীন তাহিরপুর কৃষি ও মৎসজীবি শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। শুক্রবার শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল বারীর সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল আলীম ইমতিয়াজের পরিচালনায় উক্ত মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা সংগঠনের সহ সভাপতি অধ্যাপক মোঃ আব্দুল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক খুদরতে এলাহী মারুফ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক রুকন উদ্দীন, ফেডারেশনের সিলেট
মহানগর অফিস ও ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক প্রভাষক মোঃ দিলশাদ মিয়া, ট্রেড ইউনিয়ন থানা-২ এর অর্থ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন তাহিরপুর উপজেলা সভাপতি মোঃ সালেহ আহমদ, ফেডারেশনের তাহিরপুর উপজেলার উপদেষ্টা শফিকুল ইসলাম, তাইফুল ইসলাম হোসেন, উপজেলা সহ সভাপতি আবিকুল ইসলাম, আলা উদ্দীন আলাল, লুৎফুর রহমান, শামছুল ইসলাম, এডভোকেট ফয়সাল আবেদীন সেনা, সদর ইউনিয়ন পরিষদ সদস্য তোজাম্মেল হক নাসরুম, সাবেক ছাত্রনেতা মেহেদী হাসান উজ্জ্বল।
মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত পরিচালন করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সুনামগঞ্জ জেলার উপদেষ্টা অধ্যাপক মোঃ আব্দুল্লাহ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- রমজানের গুরুত্বপূর্ণ শিক্ষা কে কাজে লাগিয়ে আগামীর জীবন যাপন ত্বাকওয়ার আলোকে পরিচালনার শপথ নিতে হবে।