বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা আওতাধীন তাহিরপুর নৌকা শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
সোমবার উপজেলার নৌকা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আনোয়ার উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সোহরাব হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক শ্রমিক নেতা কুদরতে এলাহী মারুফ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলার আই বি ডব্লিউ এফ-এর সভাপতি মোঃ ফরিদ উদ্দিন, তাহিরপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ সালেহ আহমদ, সহ সভাপতি মোঃ আবিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল আলীম
ইমতিয়াজ ও কোষাধ্যক্ষ আল আমিন প্রমুখ।
মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত পরিচালন করেন তাহিরপুর উপজেলা নৌকা শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মাওলানা মোঃ শাহজাহান আলী।