বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা আওতাধীন তাহিরপুর উপজেলা মিনি ক্রাশার লোড আন-লোড শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। বুধবার শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল আলীম ইমতিয়াজের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোঃ আব্দুল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেডারেশনের সুনামগঞ্জ জেলার সহ সভাপতি মোঃ লুৎফর রহমান দুলাল, জেলার সাধারণ সম্পাদক খুদরত-এ এলাহি মারুফ।
বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ সালেহ আহমদ, ফেডারেশনের তাহিরপুর উপজেলার প্রধান উপদেষ্টা মাওলানা মোঃ মুসলিম উদ্দিন, তাহিরপুর উপজেলা মিনি ক্রাশার লোড আন-লোড সাধারণ সম্পাদক
তোফাজ্জল হোসেন প্রমুখ।
মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত পরিচালন করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সুনামগঞ্জ জেলার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোঃ আব্দুল্লাহ।