raising sylhet
ঢাকারবিবার , ৯ এপ্রিল ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

তিনদিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে,জাপানের দুই যুদ্ধজাহাজ

rising sylhet
rising sylhet
এপ্রিল ৯, ২০২৩ ৯:৪৫ অপরাহ্ণ
Link Copied!

তিনদিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে,জাপান মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্সের (জেএমএসডিএফ) জেএস উরাগা ও জেএস আওয়াজি নামে দুটি যুদ্ধজাহাজ ।

রোববার (৯ এপ্রিল) জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরে ভিড়েছে।

ঢাকাস্থ জাপান দূতাবাস জানায়, জাহাজ দুটি চট্টগ্রাম বন্দর জেটিতে পৌঁছালে এক অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাইনসুইপার ডিভিশন ওয়ানের কমান্ডার ক্যাপ্টেন নাকাই ইইচি ও তার অফিসারদের অভ্যর্থনা জানান চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার টু কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ ফয়জুল হক ও বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি।

জাপানি প্রতিনিধিদের জন্য বন্দর পরিদর্শনকালে বাংলাদেশ নৌবাহিনী মতবিনিময় কর্মসূচির আয়োজন করবে। ক্যাপ্টেন নাকাই বাংলাদেশ নৌ ফ্লিটের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরী, রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিমের সাথে সৌজন্য সাক্ষাত করবেন।

এছাড়া জেএস উরাগা এবং জেএস আওয়াজি আগামী ১১ এপ্রিল সমুদ্রে বাংলাদেশ নৌবাহিনীর সাথে একটি শুভেচ্ছা মহড়া পরিচালনা করবে। জাহাজ জেএস উরাগা এবং জেএস আওয়াজি ইন্দো-প্যাসিফিক এবং মিডল ইস্ট ডেপ্লয়মেন্ট ২৩ এর জন্য গত ১৯ জানুয়ারি জাপান থেকে রওনা হয়েছিল।

জাহাজ দুটি বাহরাইন, বাংলাদেশ, ব্রুনাই, কম্বোডিয়া, ভারত, মালদ্বীপ, ফিলিপাইন, সিঙ্গাপুর এবং ভিয়েতনাম সফর শেষে আগামী ২৩ মে জাপানে ফিরবে। জেএমএসডিএফ এর আগে ২০১২, ২০১৯, ও ২০২২ সালে তিনবার চট্টগ্রামে বন্দর পরিদর্শন করেছে।

৬৫ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।