তিন ঘণ্টার বৃষ্টিতে আবারো সিলেট নগরীতে আবার পানি।
শনিবার (৯ জুন) সন্ধ্যা থেকেই থেমে থেমে হচ্ছিল বৃষ্টি। এরপর টানা তিন ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেছে নগরীর বিভিন্ন এলাকা।
এ রিপোর্ট লেখার সময় (রাত ১টায়) নগরীর জিন্দাবাজার, শিবগঞ্জ,সাবেক ডিবি গলি, মজুমদারপাড়ার রাস্তার সম্মুখস্থ, শাহজালাল উপশহর, হাওয়াপাড়া, করেরপাড়া, মাছিমপুর, খড়াদিপাড়া, ছাপারবন্দ পাড়াসহ অসংখ্য পাড়া-মহল্লায় পানি বাসায় ঢুকে পড়ে।
এদিকে সিলেটের আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন জানান, সিলেটে রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত ৩ ঘণ্টায় ২২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।