ঢাকাশুক্রবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

তিয়ান্সি প্রি-ক্যাডেট একাডেমীর বার্ষিক ক্রীড়া, নবীনবরণ, বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান

rising sylhet
rising sylhet
ফেব্রুয়ারি ১৪, ২০২৫ ৪:৩০ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুর উপজেলা সদরে অবস্থিত তিয়ান্সি প্রি-ক্যাডেট একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, নবীনবরণ, বিদায় ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১২ ও ১৩ ফেব্রয়ারী বুধবার ও বৃস্পতিবার দুইদিন ব্যাপি অনুষ্ঠিত হয় এই সব অনুষ্ঠান। সকাল থেকে বিকেল পর্যন্ত একাডেমী প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিয়ান্সি প্রি-ক্যাডেট একাডেমীর প্রতিষ্ঠাতা, নির্বাহী পরিচালক ও অধ্য মোঃ তোফাজ্জল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা প্রতিষ্ঠানটির সভাপতি সফিউল হক বাবু। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক এস,এম আকাশ, আতিকুর রহমান।

তিয়ান্সি প্রি-ক্যাডেট একাডমীর উপাধ্যক্ষ নুরজামিল ও সহকারী শিক্ষক (বাংলা) ইসপারা সুমীর উপস্থাপনায় বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখে দশম শ্রেণির শিক্ষার্থী নুরমুক্তা, নবীনদের উদ্দেশ্যে বক্তব্য রাখে আফরিন আক্তার মৌ। ১২ ফেব্রয়ারী দিনব্যাপি ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা ছাড়াও অভিভাবকেরা অংশগ্রহণ করে।

বক্তারা বলেন, নিয়মিত খেলাধূলা করলে শরীর ও মন দুটোই ভালো থাকে। নিজেদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ব তৈরি হয়। আর শরীর ভালো থাকলে যে কোন কাজ করে আনন্দ পাওয়া যায়। যারা খেলাধূলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে জড়িতরা মাদক থেকে দুরে থাকে। মাদক থেকে সন্তানদের দুরে রাখার জন্য খেলাধূলায় আগ্রহী করে তুলতে হবে। এতে করে পড়াশোনায়ও কোমলমতি শিার্থীরা উৎসাহিত হবে। নিজেদের আধুনিক বিশ্বের সঙ্গে খাপ খাওয়াতে পারবে। তারা নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারবে।

৬০ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।