raising sylhet
ঢাকাশুক্রবার , ৩ মে ২০২৪
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

তীব্র তাপদাহের পর একপশলা প্রশান্তির বৃষ্টি দ্বীপজেলা ভোলায়

rising sylhet
rising sylhet
মে ৩, ২০২৪ ৯:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ভোলা প্রতিনিধি:: টানা কড়া রোদ, তীব্র গরম, সব মিলিয়ে বিভীষিকাময় এক পরিস্থিতি ছিলো শহর জুড়ে দ্বীপজেলা ভোলায়। তীব্র গরমের বিতর সাধারণ মানুষ ঘর থেকে বাইর হতেও ভয়ে ছিলো আজ সেই তীব্র তাপদাহের পর অবশেষে ভোলায় নেমেছে দুপুরের পর স্বস্তির বৃষ্টি। তবে কিছুক্ষণের জন্য বজ্রসহ বৃষ্টি হওয়ায় জনমনে কিছুটা শঙ্কা ছড়িয়ে পড়ে। তখন বাইরে অবস্থান মানুষগুলো নিরাপদ আশ্রয় ছুটে আসেন।

অদ্য ৩ মে (শুক্রবার) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে হঠাৎ করেই মুশলধারে বৃষ্টি শুরু হয়। যা চলে টানা ঘন্টা খানিক এর উপরে। এ সময় কিছুক্ষণের জন্য শিলা বৃষ্টিপাত হয়েছে বজ্রসহ শিলা বৃষ্টি হওয়ায় চিন্তিত হয়ে পড়েছেন কৃষকরা। বিকেল থেকেই মেঘের গর্জন শুরু হয়। সময় বাড়ার সঙ্গে নেমে আসে বৃষ্টি। বজ্রপাতের কারণে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন।

প্রশান্তির বৃষ্টিতে খুশি দ্বীপজেলা ভোলাবাসী তবে। এই প্রশান্তির বৃষ্টিতে ভোলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন এর ভোলা জেলা শাখার সভাপতি নেওয়াজ শরীফ বলেন, বৃষ্টির দিনে হাঁটতে গেলে মন জুড়িয়ে যায়। বৃষ্টিভেজা রাস্তা, বৃষ্টিভেজা গাছ, বৃষ্টিভেজা ফুল সবকিছুই যেন এক অপূর্ব দৃশ্য। বৃষ্টি বিলাস উপভোগ করার সুযোগ সবার হয় না। যাদের হয় তারাই বুঝে প্রকৃতি কাঁদলে মানুষের কি সুখ হয়। বৃষ্টির প্রত্যেকটি বিন্দু যেন জীবনে শান্তির বীজ ফলায়। এই বৃষ্টি আমাদের আত্মাকে ঝরিয়ে দেয় এবং অন্তরের তৃষ্ণা নিবারণ করে।

৯৫ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।