• ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

তুরস্কে নিষিদ্ধ করা হলো কোকা-কোলা 

risingsylhet.com
প্রকাশিত নভেম্বর ৮, ২০২৩
তুরস্কে নিষিদ্ধ করা হলো কোকা-কোলা 

রাইজিংসিলেট- ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধে ইসরায়েলকে সমর্থন করায় তুরস্কের সংসদ বিশ্বখ্যাত কোমল পানিয় প্রতিষ্ঠান কোকা-কোলা এবং নেসলের পণ্য নিষিদ্ধ করেছে।

গতকাল মঙ্গলবার (৭ নভেম্বর) তুরস্কের সংসদে বলা হয়, ‘ইসরায়েলকে সমর্থন দেয়া প্রতিষ্ঠানের পণ্য তুরস্ক ব্যাবহার করবেনা’।

সংসদ অধিবেশনে, স্পিকার নুমান কুর্তুলমুস এ নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছেন। সাধারণ মানুষ ও অধিকার কর্মীদের দাবির মুখেই এ সিদ্ধান্ত নিলো তুরস্কের সংসদ। যুদ্ধ শুরুর পর থেকেই তুরস্ক সহ সারাবিশ্বের মুসলিম দেশগুলো ইসরায়েল ও ইসরায়েলকে সমর্থন দেয়া প্রতিষ্ঠান গুলোর পণ্য বয়কটের ডাক দিয়ে আসছিল। এর মধ্যেই তুরস্কের সংসদ কোকা-কলাকে নিষিদ্ধ করল। অপরদিকে মার্কিন ও পশ্চিমা দেশ ও ঐ সব দেশের বিভিন্ন প্রতিষ্ঠান জোরালো ভাবে ইসরায়েলকে সমর্থন করে আসছে।

এর আগে, দক্ষিণ গাজার খান ইউনিস, রাফাহ এবং দেইর আল-বালাহ শহরে বিমান হামলায় কয়েক ডজন লোক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গাজায় ১০,৩২৮ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে, যার মধ্যে ৪১০০টিরও বেশি শিশু।

সুত্র- পলেটিকো

৭৬ বার পড়া হয়েছে।