ঢাকাসোমবার , ৪ মার্চ ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

থানায় অভিযোগ করার জেরে প্রতিপক্ষের খড়ের ঘর পুড়িয়ে ফেলেছে প্রতিপক্ষের লোকজন

rising sylhet
rising sylhet
মার্চ ৪, ২০২৪ ৯:৪৬ অপরাহ্ণ
Link Copied!

থানায় অভিযোগ করার জেরে প্রতিপক্ষের খড়ের ঘর পুড়িয়ে ফেলেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় বাঁধা দেওয়ায় ২ নারীকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার সকালে সিলেটের জকিগঞ্জের মানিকপুর ইউনিয়নের হরাইত্রিলোচন গ্রামে ঘটনাটি ঘটে।

খায়রুল আলমের ভাতিজা আশিকে এলাহি জানান, গত শনিবার তাদের নির্মানাধীন বসত ঘরের দেয়াল ও ফিলার ভেঙ্গে উপড়ে নিয়া যায় পার্শ্ববর্তী বাড়ীর মৃত মাহমুদ আলীর ছেলে আব্দুল জলিল জুলু (৪০), মশিউর রহমান মুশিল (৩৭) ও আবুল কালাম কালা (৬০)। এ ঘটনায় রবিবার রাতে জকিগঞ্জ থানায় খায়রুল আলম বাদী হয়ে একটি অভিযোগ দিলে প্রতিপক্ষ সোমবার সকাল ৭টায় একটি রেইট্রিগাছ কেটে ফেলে ও খড়ের ঘরে আগুন দিয়ে দেয়। এ সময় বাঁধা দিলে প্রতিপক্ষের লোকজন ফারজানা বেগম ও আমিনা বেগমকে পিটিয়ে আহত করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহত খায়রুল আলমের স্ত্রী ফারজানা বেগম (৫২) ও সামছুল আলমের স্ত্রী আমিনা বেগম (৪০) কে জকিগঞ্জ সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

তবে অভিযুক্ত আব্দুল জলিল জুলু মারধর ও খড়ের ঘর জালানোর বিষয়টি অস্বীকার করে বলেন, আমাদের জায়গায় ঘর নির্মাণ করায় আমরা ভেঙ্গে দিয়েছি।

এ ব্যাপারে জকিগঞ্জ থানার ওসি জাবেদ মাসুদ জানান, জায়গা সংক্রান্ত বিষয় নিয়া দুই পক্ষের মধ্যে বিরোধ রয়েছে। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

১৬৮ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।