• ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ , ১১ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

থার্টি ফার্স্ট নাইটের পার্টিতে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

risingsylhet.com
প্রকাশিত জানুয়ারি ১, ২০২৩
থার্টি ফার্স্ট নাইটের পার্টিতে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

রাইজিংসিলেট-থার্টি ফার্স্ট নাইটের পার্টিতে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা, রোববার (১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোরশেদ।

কুমিল্লায় থার্টি ফার্স্ট নাইটের পার্টিতে দুর্বৃত্তদের হাতে হৃদয় (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৩১ ডিসেম্বর) রাত দেড়টার দিকে কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা বড় পুকুর পাড়ে এ ঘটনা ঘটে।

হৃদয় একই এলাকার চা দোকানদার বাচ্চু মিয়ার ছেলে। তিনি থাই গ্লাসের মিস্ত্রি। নিহত হৃদয়ের মামা জয়নাল আবেদীন জনি বলেন, থার্টি ফার্স্ট নাইটে এলাকার কয়েকজন যুবক পিকনিকের আয়োজন করে। রাত দেড়টার দিকে কয়েকজন দুর্বৃত্ত হৃদয়কে নির্জনে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার হাত ও পায়ের রগ কেটে দিয়ে পালিয়ে যায়। এসময় তার চিৎকারে অন্যরা এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোরশেদ বলেন, পূর্ব শত্রুতা থেকে এ হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আমরা বিষয়টি তদন্ত করছি।

 

বার পড়া হয়েছে।