raising sylhet
ঢাকাবুধবার , ২৭ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিতে এবার বিয়ের সানাই বাজতে চলেছে

rising sylhet
rising sylhet
নভেম্বর ২৭, ২০২৪ ৮:১০ অপরাহ্ণ
Link Copied!

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিতে এবার বিয়ের সানাই বাজতে চলেছে । বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন অভিনেত্রী কীর্তি সুরেশ। দীর্ঘদিনের প্রেমিক অ্যান্টনি থাটিলের গলায় মালা পরাবেন তিনি। আগামী ডিসেম্বরেই গাঁটছড়া বাঁধবেন দুজন।

ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে গোয়াতে চার হাত এক হবে কীর্তি-অ্যান্টনির। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করবেন তারা। ডিসেম্বরের ৯ তারিখ থেকেই শুরু হয়ে টানা তিন দিন চলবে তাদের বিবাহ উৎসব।

বুধবার (২৭ নেভেম্বর) ইনস্টাগ্রামে প্রেমিক অ্যান্টনির সঙ্গে প্রথম নিজের ছবি শেয়ার করেছেন কীর্তি। ক্যাপশনে তিনি লিখেছেন, ১৫ বছর ধরে চলছে তাদের প্রেমের সম্পর্ক।

Advertisements

জানা গেছে, থালাপতি বিজয়, অ্যাটলি কুমার, ন্যানিসহ দক্ষিণী অনেক তারকা উপস্থিত থাকবেন কীর্তির বিয়েতে। পাশাপাশি বলিউডের বরুণ ধাওয়ানসহ আরও কিছু অভিনেতা-অভিনেত্রী।

প্রসঙ্গত, দুবাইয়ের ব্যবসায়ী অ্যান্টনির সঙ্গে স্কুলে পড়াকালীন থেকেই বন্ধুত্ব কীর্তির। অভিনেত্রীর। সেই বন্ধুত্ব পরবর্তী সময়ে প্রেম হয়ে যায়। ২০০০ সালে শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু হলেও নায়িকা হিসেবে ২০১৩ সালে চলচ্চিত্রে অভিষেক হয় তার। এরপর শীর্ষ সব তারকার সঙ্গে অভিনয় করেছেন তিনি।

৪৬ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।