ঢাকাবুধবার , ১২ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণ সুরমায় ইন্টারন্যাশনাল হেল্থ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ফ্রি মেডিক্যাল ট্যুর

rising sylhet
rising sylhet
ফেব্রুয়ারি ১২, ২০২৫ ৭:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ইন্টারন্যাশনাল হেল্থ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে সিসিকের ২৯নং ওয়ার্ডের ধরাধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ট্যুর-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। প্রজন্ম স্পোর্টস এন্ড কার্লচারাল ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সার্বিক সহযোগিতা এ ট্যুর সম্পন্ন হয়।

১২ ফেব্রুয়ারী বুধবার দিনব্যাপী এই ট্যুরে ধরাধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম মোস্তফা কামালের সভাপতিত্বে ও প্রজন্ম স্পোর্টস এন্ড কার্লচারাল ওয়েলফেয়ার এসোসিয়েশন এর বর্তমান অর্ন্তবর্তীকালিন কমিটির আহবায়ক আফজল হোসেন মুন্নার পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল হেল্থ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ডাইরেক্টর শাহাদাত হোসেন।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন প্রজন্ম স্পোর্টস এন্ড কার্লচারাল ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সাবেক সভাপতি মুহিবুর রহমান মুহিন, বিদ্যালয়ের সহকারি শিক্ষক নজরুল ইসলাম, সায়েমা চ্যারেটি, লিড ফার্মাসিট ডাঃ হালিম উদ্দিন, লিড ডাঃ ফরিদা বেগম, লিড ফিমেল ডাঃ জাবিন বেগম, ডাঃ মিজান, ডাঃ রুহিত আহমদ, নার্স সালমা বেগম, ইন্টারন্যাশনাল হেল্থ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ভলেন্টিয়ার ইউকে আফছর মিয়া, আসিফ চ্যারেটি, প্রজন্ম স্পোর্টস এন্ড কার্লচারাল ওয়েলফেয়ার এসোসিয়েশন এর বর্তমান আহবায়ক কমিটির সদস্য ইফতি আহমদ, মোঃ আখতার হোসেন, ইমাদ উদ্দিন, আব্দুর রহমান, ফাহাদ হোসেন, আনছার আহমদ, কাইয়ুম মিয়া, রাবেল আহমদ, মঈনুল ইসলাম, সাইফুর রহমান, মুহিবুর রহমান মন্টু,রওশন আহমদ, হেলাল আহমদ ও হেলাল উদ্দিন প্রমুখ।

দিনব্যাপি ফ্রি মেডিক্যাল ট্যুরে ৪৫০জন রোগীকে বিভিন্ন রোগের চিকিৎসা দেয়া হয়। আগামীকাল সিলেটের ওসমানীনগর উপজেলায় ফ্রি মেডিক্যাম্প ট্যুর অনুষ্ঠিত হবে।

সর্বশেষ প্রজন্ম স্পোর্টস এন্ড কার্লচারাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষ থেকে ইন্টারন্যাশনাল হেল্থ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

৩০ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।