বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর দক্ষিণ সুরমা থানায় সীরাতুন্নবী (সাঃ) উপলক্ষে সীরাত মাহফিল সম্পন্ন হয়েছে। সোমবার রাতে ফেডারেশনের দক্ষিণ সুরমা থানা শাখার ২৫, ২৬, ২৯ ও ৩০নং ওয়ার্ডের যৌথ উদ্যোগে ও এম. এ মোক্তাদির ওয়েলফেয়ার ট্রাস্টের সৌজন্যে উক্ত মাহফিল অনুষ্ঠিত হয়।
ফেডারেশনের দক্ষিণ সুরমা থানা সভাপতি কফিল উদ্দিন আলমগীরের সভাপতিত্বে ও সেক্রেটারী হাবিবুর রহমানের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফেডারেশনের সিলেট মহানগর সহ-সভাপতি আব্দুল্লাহ্ আল ফারুক, বিশিষ্ট আলেমেদ্বীন মোশাহিদ আলী, দক্ষিণ সুরমা থানা শাখার সহ-সভাপতি বিলাল মিয়া, মোঃ আব্দুর রহিম, সাবেক ছাত্রনেতা আওয়াল ইবনে ইকবাল (ইভান) ও রিমন আহমদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট জামিল আহমদ রাজু বলেছেন, মানবতার মুক্তিদূত মহানবী (সাঃ) আমাদের পথ প্রদর্শক। আমাদের জন্য তাঁর জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ। বিশ^নবী (সাঃ) এর আদর্শ অনুসরণের মধ্যে ইহকালিন সাফল্য ও পরকালিন মুক্তির পথ প্রশ^স্ত হবে।