দক্ষিণ সুরমার নর্থ ইস্ট নার্সিং কলেজের ডিপ্লোমা নার্সিংয়ের প্রথম বর্ষের এক শিক্ষার্থী বিষপানে ‘আত্মহত্যা’ করেছেন বলে অভিযোগ উঠেছে। নিহতের নাম সমাপ্তি রাণী বৈষ্ণব (২০)।
জানা গেছে, দক্ষিণ সুরমার বদিকোনা এলাকার একটি হোস্টেলে ভাড়া থাকতেন সমাপ্তি রাণী বৈষ্ণব।হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বাসিন্দা, তার বাবার নাম কালীবাসী বৈষ্ণব (মৃত)। বুধবার (২৯মার্চ) রাত সাড়ে দশটার দিকে তিনি রাসায়নিক দ্রব্য (বিষ) পান করে। তাকে মুমূর্ষ অবস্থায় অন্যান্যরা উদ্ধার করে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
অবস্থার অবনতি হলে রাতেই তাকে এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে সমাপ্তির মৃত্যু হয়।
সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সুমন কুমার চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আলামত হিসেবে নিহতের পান করা বিষের কৌটা জব্দ করা হয়েছে। মরদেহ ওসমানী মেডিকেলের মর্গ থেকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কী কারণে সমাপ্তি এ কাণ্ড ঘটালেন, তদন্ত করে দেখা হবে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।