ঢাকাবুধবার , ১৫ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণ সুরমা থানার ওসি বদলি নতুন এলেন শামসুদ্দোহা

rising sylhet
rising sylhet
মার্চ ১৫, ২০২৩ ৫:১৫ অপরাহ্ণ
Link Copied!

বদল করা হয়েছে এসএমপি দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসানকে। নতুন ওসি হয়ে আসছেন মো. শামসুদ্দোহা (পিপিএম)। তিনি এসএমপি কোর্টে পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি কানাইঘাট থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেন।

বর্তমানে দক্ষিণ সুরমা থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করছেন কামরুল হাসান। এর আগে তিনি দক্ষিণ সুরমা থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২০২১ সালের সেপ্টেম্বরে এক আদেশে তিনি দক্ষিণ সুরমা থানার ওসি হন। এ থানায় দায়িত্ব পালনকালে কামরুল ৬ বার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মনোনীত হয়েছেন। সর্বশেষ গত বছরের সেপ্টেম্বরে তিনি শ্রেষ্ঠ ওসি মনোনীত হন। এবার তাঁকে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত দল ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন’ বা ‘এবিপিএন’-এ পদায়ন করা হয়েছে।

এদিকে, দক্ষিণ সুরমা থানায় সদ্য পদায়নকৃত ওসি শামসুদ্দোহা এসএমপি’র মোগলাবাজার এবং সিলেট জেলা পুলিশের কানাইঘাট ও বিশ্বনাথ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন।

দক্ষিণ সুরমা থানায় ওসি বদলের বিষয়টি জানিয়েছেন এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার সুদীপ দাস।

১২১ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।