দক্ষিণ সুরমা থেকে ৬ জুয়াড়ি আটক ।
সোমবার দিবাগত রাত ১২টার দিকে দক্ষিণ সুরমার চাদঁনীঘাট এলাকা থেকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখার একটি টিম অভিযান চালিয়ে ৬ জুয়াড়িকে আটক করেছে ।
এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- এ ৬ জন জান্ডু-মুন্ডু নামক জুয়া খেলছিলো। এসময় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
আটকরা হলেন- জালাল উদ্দিন (৩৫), আবদুর রহিম (৫০), অরুন পাল (৪২), আলিভ হোসেন (৩০), আব্দুর রহিম (৩৫) ও কামাল হোসেন (২৮)।
১২৫ বার পড়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।