ঢাকাশুক্রবার , ২৪ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

দরিদ্র-অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব: ডা. আরমান আহমদ শিপলু

rising sylhet
rising sylhet
মার্চ ২৪, ২০২৩ ৯:৫৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক মেয়র মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের বড় ছেলে ডা. আরমান আহমদ শিপলু বলেছেন, পবিত্র মাহে রমজান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, এ মাসের ফজিলত, বরকত সব চেয়ে বেশি। বর্তমান বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে অসহায় ও দরিদ্র মানুষরা খুবই কষ্ঠে জীবন পরিচালনা করছেন। তাই মানুষের কল্যাণে দরিদ্র-অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তিনি সমাজের বিত্তশালীদের অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য এগিয়ে আসার আহবান জানান।
তিনি শুক্রবার (২৪ মার্চ) বাদ আসর সাবেক মেয়র মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের পরিবারের এর উদ্যোগে প্রথম রোজায় হযরত নগরীর নয়াসড়কস্থ মানিক পীর (রহ.) মাজার প্রাঙ্গন এলাকার গরিব অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণকালে এ কথাগুলো বলেন।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, জাহিদ আহমদ, মুসা আহমদ, আবি আহমেদ, জামিল হোসেন, সালমান আহমেদ, তাহসান, মাহি আহমদ, উসমান গনি, আহমেদ মুসা, মাঝহারুল ইসলাম প্রমুখ। এছাড়াও স্থানীয় যুব সমাজের নতৃবৃন্দও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

৮৭ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।