• ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ , ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

দিরাইয়ে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ৩ জন আহত

risingsylhet.com
প্রকাশিত জানুয়ারি ১৬, ২০২৩

দিরাইয়ে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ৩ জন আহত হয়েছেন। এরমধ্যে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে প্রেরণ করেছে দিরাই হাসপাতাল কর্তৃপক্ষ। রোববার সন্ধ্যা ৭টার দিকে দিরাই- মদনপুর সড়কের দিরাই পৌর এলাকার সুজানগর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

আহতরা হলেন শান্তিগঞ্জ উপজেলার গাজীনগর গ্রামের ওদুদ মিয়ার ছেলে জিহাদ (১৯), একই গ্রামের নুর হোসেনের ছেলে রুমান (২৫ ), কাশেম মিয়ার ছেলে আরমান (২২)। আহত জিহাদ ও আরমানকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাথারিয়া ইউনিয়নের গাজীনগর থেকে মোটরসাইকেল দিয়ে দিরাই পৌর শহরে আসার পথে সুজানগর বেরি খাল এলাকায় সিলেটগামী বাসের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. রায়হান উদ্দিন সড়ক দুর্ঘটনায় আহত হবার বিষয়টি নিশ্চিত করেছেন।

বার পড়া হয়েছে।