ঢাকাশনিবার , ২২ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

দিল্লির পরিবর্তে ঢাকা থেকেই দেওয়া হবে অস্ট্রেলিয়ার ভিসা

rising sylhet
rising sylhet
মার্চ ২২, ২০২৫ ৭:০৬ অপরাহ্ণ
Link Copied!

অস্ট্রেলিয়ার ভিসা ভারতের দিল্লির পরিবর্তে ঢাকা থেকেই দেওয়া হবে। বৃহস্পতিবার (২০ মার্চ) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা এ তথ্য জানান। এতে বাংলাদেশিদের জন্য অষ্ট্রেলিয়ার ভিসা প্রাপ্তি আগের তুলনায় অনেক সহজ হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, বৃহস্পতিবার (২০ মার্চ) স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্কের ফোনালাপ হয়। এ সময় টনি বার্ক জানান, এখন থেকে ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়ান হাইকমিশন থেকে বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়াকরণ করা হবে।

এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে উপদেষ্টা পরিষদকে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

আগে দিল্লি থেকে অষ্ট্রেলিয়া ভিসা সেকশনের কর্মকর্তারা আবেদনকারীর বিভিন্ন তথ্য সংগ্রহ ও তদন্ত করতেন। আবেদনকারীর পেশা সংশ্লিষ্ট সোর্সগুলোতে দিল্লি থেকে ফোন দিয়ে তদন্ত করতেন কর্মকর্তারা। এখন থেকে দিল্লির পরিবর্তে ঢাকাস্থ কর্মকর্তারা এ কাজ করবেন।

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বার্ক বাংলাদেশ সফরের সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার কাছে এই অনুরোধ করেছিলেন।

এর আগে, অস্ট্রেলিয়া নয়াদিল্লিতে বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রক্রিয়াকরণ করত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।