ঢাকারবিবার , ৮ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

দীর্ঘদিন পর ফের খবরের শিরোনামে উঠে এলেন চিত্রনায়িকা জলি

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ৮, ২০২৪ ৪:০৪ অপরাহ্ণ
Link Copied!

দীর্ঘদিন পর ফের খবরের শিরোনামে উঠে এলেন চিত্রনায়িকা জলি। আগামী ১৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘ডেঞ্জার জোন’।

এ প্রসঙ্গে জলি বলেন, সপ্তাহখানেক আগে জানতে পারলাম মুক্তি পাচ্ছে সিনেমাটি। শোনার পরই খুব আগ্রহ নিয়ে প্রেক্ষাগৃহে দেখার জন্য অপেক্ষা করছি। দর্শকদের সঙ্গেই সিনেমাটি দেখব। আশা করছি নিরাশ হবেন না দর্শক।

অভিনেত্রী আরও বলেন, একটি সিনেমার কাজ করা আছে। হয়তো সামনে মুক্তি পাবে। এছাড়া নতুন সিনেমায় কাজের বিষয়েও কথা চলছে।

সিনেমাটি নির্মাণ করেছেন বেলাল সানী। এতে জলির সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়ক বাপ্পি। সিনেমাটির কাজ অনেক আগেই শেষ করা হয়েছিল। কিন্তু মুক্তির জন্য অনেকটা সময় অপেক্ষা করতে হয়েছে। অবশেষে ‘ডেঞ্জার জোন’র পোস্টার প্রকাশ করে আনুষ্ঠানিক মুক্তির ঘোষণা দেন নির্মাতা।

‘ডেঞ্জার জোন’র মাধ্যমে প্রথমবার জুটি বাঁধলেন বাপ্পী-জলি। এতে অন্যান্য চরিত্রে অভিনয় করছেন ডিজে সোহেল, মেহেরিমা, সীমান্ত, শামীম, রাজু সরকার প্রমুখ।

প্রসঙ্গত, সর্বশেষ ‘মেয়েটি এখন কোথায় যাবে’ সিনেমায় দেখা গিয়েছিল জলিকে। এরপর দীর্ঘদিন মিডিয়ায় অনুপস্থিত ছিলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমেও খুব একটা সরব নন এই চিত্রনায়িকা।

৪৮ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।