raising sylhet
ঢাকাশুক্রবার , ৩১ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

দুইটি ইলিশের দাম,১৬ হাজার টাকা

rising sylhet
rising sylhet
মার্চ ৩১, ২০২৩ ৭:২৩ অপরাহ্ণ
Link Copied!

দৌলতদিয়া পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়া দুইটি ইলিশ (৪ কেজি ১৮০ গ্রাম) ১৬ হাজার ৩৮৪ টাকায় বিক্রি হয়েছে। শুক্রবার (৩১ মার্চ) সকালের দিকে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকায় জেলে সদেশ হালদারের জালে ইলিশ দুইটি ধরা পড়ে।

Advertisements

দৌলতদিয়া ফেরিঘাটের শাকিল সোহান মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ প্রতি কেজি ৩ হাজার ৮০০ টাকা দরে মাছ দুটি মোট ১৫ হাজার ৮৮৪ টাকায় কিনে নেন।
শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক ও ব্যবসায়ী মো. শাহজাহান শেখ বলেন, শুক্রবার সকালে ইলিশ দুইটি ১৫ হাজার ৮৮৪ টাকায় কিনে মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে রাজধানী ঢাকায় এক ক্রেতার কাছে ৫০০ টাকা লাভে মোট ১৬ হাজার ৩৮৪ টাকায় বিক্রি করেছি।

৯৯ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।