রাইজিংসিলেট- দুই বাংলায় একসঙ্গে দেখা যাবে অভিনেতা চঞ্চল কে। দেশের অন্যতম গুণী অভিনেতাদের একজন চঞ্চল চৌধুরী। নাটক, সিনেমা এবং ওয়েব দুনিয়ায় সমানভাবে ব্যস্ত এই অভিনেতা। পাশের দেশের সিনেমাতেও অভিষেকের অপেক্ষায় আছেন তিনি। ভারতীয় উপমহাদেশের কিংবদন্তি চলচ্চিত্রকার মৃণাল সেনের বায়োপিক বানিয়েছেন সৃজিত মুখার্জি। ‘পদাতিক’ নামের এ টালিউড সিনেমায় মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে ১৫ আগস্ট পশ্চিমবঙ্গে মুক্তি পাবে সিনেমাটি। এবার জানা গেল, পশ্চিমবঙ্গের সঙ্গে একই দিনে বাংলাদেশের হলেও দেখা যাবে পদাতিক।
সিনেমাটি বাংলাদেশে আমদানি করছে জাজ মাল্টিমিডিয়া। শনিবার (১৩ জুলাই) প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে পদাতিক মুক্তির ঘোষণা দেওয়া হয়। জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলেন, ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশেও মুক্তি পাবে পদাতিক। সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কথা চূড়ান্ত হয়েছে। পদাতিক আমদানির জন্য ইতিমধ্যে তথ্য মন্ত্রণালয়ে আবেদন করেছি আমরা। আশা করছি, শিগগিরই প্রয়োজনীয় অনুমতি পেয়ে যাব।
মৃণাল সেনের জীবনীভিত্তিক সিনেমা ‘পদাতিক’ মুক্তি পাচ্ছে ১৫ আগস্ট। মঙ্গলবার (২ জুলাই) সন্ধ্যায় এক ফেসুবক পোস্টে সিনেমা মুক্তির ঘোষণা দিয়েছেন নির্মাতা সৃজিত মুখার্জি। তার সেই পোস্টে সিনেমার একটি পোস্টারও যুক্ত ছিল। মৃণাল সেনের চরিত্রে চঞ্চল চৌধুরীকে নেয়া প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যমে সৃজিত বলেন, দুজনের মুখের মিল আছে। মৃণাল বাবুর মতোই চঞ্চলের চোখের দৃষ্টি অত্যন্ত ধারালো ও সজাগ। তাছাড়া মৃণাল বাবুর রাজনীতি চেতনা, তার যাপন ও দৃষ্টিভঙ্গির সঙ্গেও চঞ্চলের প্রচুর মিল।
এর আগে ১৪ মে পদাতিক সিনেমার ১ মিনিটি ৩৭ সেকেন্ডের ট্রিজার প্রকাশিত হয়েছে। এ সিনেমায় মৃণাল সেনের শৈশব থেকে সিনেমায় আসার গল্প, নির্মাণ ও তার ব্যক্তিজীবনের গল্প তুলে ধরা হয়েছে। এই বায়োপিকে মৃণাল সেন কীভাবে নির্মাতা হন, সেই প্রসঙ্গ থেকে পরবর্তী সময়ে মানুষের জন্য কথা বলার মাধ্যম হিসেবে সিনেমাকে বেছে নেওয়া, তাদের সংগ্রাম, তাদের বেঁচে থাকা না-থাকার গল্প সেলুলয়েডে তুলে ধরা—সেই গল্পগুলো প্রশংসিত হয় বিশ্ব সিনেমা অঙ্গনে।
পদাতিকে চঞ্চল চৌধুরীর বিপরীতে অভিনয় করছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মনামি ঘোষ। তাকে এ সিনেমায় দেখা যাবে মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রে। পদাতিকে মৃণাল সেনের যৌবনের অংশটির রূপ দেবেন কোরক সামন্ত। মৃণালপুত্র কুনাল সেনের চরিত্রে অভিনয় করবেন সম্রাট চক্রবর্তী।