raising sylhet
ঢাকাশুক্রবার , ৮ মার্চ ২০২৪
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

দুই শিশুকে গাছের সাথে বেঁধে নির্যাতন-নারী ইউপি সদস্যসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ

rising sylhet
rising sylhet
মার্চ ৮, ২০২৪ ৬:১৯ অপরাহ্ণ
Link Copied!

চুনারুঘাট উপজেলায় গরু চুরির অভিযোগে দুই শিশুকে গাছের সাথে বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্যসহ কয়েক জনের বিরুদ্ধে।

এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে এক নারী ইউপি সদস্যসহ দুইজনকে গ্রেফতার করেছে। শুক্রবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।

জানা যায়, আহম্মদাবাদ ইউনিয়নের কালিশিরি গ্রামে নির্যাতনে শিকার ১০ বছর ও ৮ বছরের ঐ দুই শিশু তাদের নানির বাড়িতে থাকে। তাদের মা প্রায় দুই সপ্তাহ পূর্বে সৌদি আরব চলে যান জীবিকার তাগিদে। গত ৪ মার্চ বিকেলে কালিশিরি গ্রামের জোবায়ের নামের এক যুবক তাদের মাঠ থেকে গরু চুরির অভিযোগে ধরে এনে বাড়ির একটি গাছের সাথে বেঁধে রাখে। এ সময় ঘনশ্যামপুর গ্রামের সাজল মিয়া, বনগাঁও গ্রামের আব্দুর রউফ, ইউপি সদস্য মমিনা খাতুনসহ ৭/৮ জন লোক ওই দুই শিশুকে একই অভিযোগে মারধর করেন।

চুনারুঘাট থানার (ওসি) হিল্লোল রায় বলেন, গত ৪ মার্চ শিশু নির্যাতনের ঘটনা ঘটলেও কেউ আমাদেরকে অবগত করেননি। শিশু নির্যাতনের ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে তা আমাদের নজরে আসে। পরে আমরা তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে দুজনকে আটক করি। বৃহস্পতিবার রাতেই নির্যাতিত শিশুদের নানি আনোয়ারা খাতুন বাদী হয়ে ইউপি সদস্য মমিনা খাতুনসহ ৫ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের কালিশিরি গ্রামের মো: মনফর উল্ল্যার স্ত্রী মোছা: মমিনা খাতুন (৩৮) এবং একই ইউনিয়নের বনগাঁও গ্রামের আব্দুল কুদ্দুছের পুত্র আব্দুর রউফ (৩৫)। এর মধ্যে মমিনা খাতুন ১,২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য। এর পুর্বে বৃহস্পতিবার রাতে পুলিশ তাদেরকে গ্রেফতার করে।

১২২ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।