ঢাকাসোমবার , ৯ সেপ্টেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

দুদকের সিলেট ও হবিগঞ্জের উপপরিচালক বদলি

rising sylhet
নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৯, ২০২৪ ৯:২১ অপরাহ্ণ
Link Copied!

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সিলেট ও হবিগঞ্জের উপপরিচালককে বদলি করা হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) দুদক প্রধান কার্যালয়ের এক অফিস আদেশে তাদের স্থলে নতুন দুইজনকে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক রাফি মো. নাজমুস সাদাৎকে সিলেট জেলা কার্যালয়ের উপ-পরিচালক হিসেবে এবং একই কার্যালয়ের (সম্পদ ব্যবস্থাপনা) মো. এরশাদ মিয়াকে হবিগঞ্জের উপপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

একই আদেশে দুদকের ১০ পরিচালক ও ৪২ উপ-পরিচালককে রদবদল করা হয়েছে।

এদিকে, হবিগঞ্জ জেলার উপপরিচালক মোজাম্মিল হোসেনকে দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক (বিঃ অনু ও তদন্ত-০১) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তবে বদলির আদেশে সিলেটের বর্তমান উপপরিচালক মো. জাবেদ হাবিবের নতুন কর্মস্থলের কথা উল্লেখ করা হয়নি।

১০৮ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।