raising sylhet
ঢাকাবৃহস্পতিবার , ১০ আগস্ট ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

দু’দিনের সফরে শুক্রবার সিলেট আসছেন পররাষ্ট্রমন্ত্রী

rising sylhet
rising sylhet
আগস্ট ১০, ২০২৩ ২:২৭ অপরাহ্ণ
Link Copied!

রাইজিংসিলেট- দু’দিনের সফরে শুক্রবার সিলেট আসছেন পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী ও সিরেট-১ আসনের সাংসদ পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন দু’দিনের সফরে শুক্রবার সিলেট আসছেন। সফরকালে তিনি বিভিন্ন সরকারি ও বেসরকারি উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করবেন। পররাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব এনামুল হাবিব জানিয়েছেন তিনি শুক্রবার সকালে নভো এয়ারের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হবেন এবং সোয়া ১১টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। তিনি সকাল সাড়ে ১১টার দিকে সিলেট সদর উপজেলা মিলনায়তনে এলজিইডি বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। পরে বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের বিভিন্ন শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।

ওই দিন সন্ধ্যা ৭টায় সিলেট সার্কিট হাউস মিলনায়তনে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাগরিক সংলাপ শীর্ষক মতবিনিময় অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। পরদিন শনিবার তিনি নগরীর শাহী ঈদগাহে আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগদান করবেন। ওইদিন বিকেল ৪টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

১১২ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।