ঢাকাবৃহস্পতিবার , ৩০ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

দু’পক্ষের সংঘর্ষে নারী সহ অর্ধশতাধিক লোক আহত

rising sylhet
rising sylhet
মার্চ ৩০, ২০২৩ ৯:১৮ অপরাহ্ণ
Link Copied!

মসজিদ ও মাদ্রাসার দেয়াল নির্মাণকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারী সহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে। গুরুতর আহত অন্তত ১৫ জনকে ভর্তি করা হয়েছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের আইনাকান্দি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়,ছাতক আইনাকান্দি গ্রামের মসজিদ ও মাদ্রাসার দেয়াল নির্মাণ নিয়ে গ্রামের আশিকুল ইসলাম ও হারুন অর রশিদ পক্ষ দ্বয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার দুপুরে দেয়াল নির্মাণকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজনের মধ্যে উত্তপ্ত বাক বিতন্ডা হয়। এক পর্যায়ে বিকেলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ি সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়। গুরুতর আহত ফয়জুর রহমান, সৈয়দুর রহমান, আব্দুল হাকিম, মাছিম খাঁ, লিলু মিয়াসহ ১৫ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের কৈতক ২০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মোহাম্মদ মাঈনুল জাকির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন পক্ষই মামলা দায়ের করেনি বলে তিনি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।