raising sylhet
ঢাকারবিবার , ১৩ অক্টোবর ২০২৪
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপূজার প্যান্ডেলে ঢুকে এলোপাতাড়ি গু লি

rising sylhet
rising sylhet
অক্টোবর ১৩, ২০২৪ ৫:২৪ অপরাহ্ণ
Link Copied!

দুর্গাপূজার প্যান্ডেলে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়েছে দুষ্কৃতকারীরা। এ ঘটনায় চারজন আহত হয়েছেন।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, রোববার (১৩ অক্টোবর) ভারতের বিহার রাজ্যের আরা জেলায় ঘটনাটি ঘটে। গুলি চালিয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে গেছে।

প্রত্যক্ষদর্শী জানিয়েছে, সকালে পূজার প্যান্ডেলে স্থানীয়দের পাশাপাশি দর্শনার্থীরাও আসছিল। আচমকাই কয়েকজন দুষ্কৃতকারী দুটি মোটরসাইকেলে করে এসে প্যান্ডেলে ঢুকে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। চার দর্শনার্থীর গায়ে গুলি লেগেছে। রক্তাক্ত অবস্থায় তারা মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় দুষ্কৃতকারীরা গুলি চালিয়ে পালিয়ে যায়। আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

বিহার পুলিশ এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, যারা আহত হয়েছেন তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্যান্ডেল থেকে দুটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।

আহতদের পরিচয় প্রকাশ করে পুলিশ আরও জানায়, দুর্গাপূজার প্যান্ডেলে গিয়ে দুষ্কৃতকারীদের গুলির শিকার হয়েছেন আরমান আনসারি, সুনীল কুমার যাদব, রোশন কুমার ও সিপাহী কুমার। আরমানের পিঠে, সুনীলের বাঁ হাতে, রোশনের ডান হাঁটুতে ও সিপাহীর কোমরে গুলি লেগেছে।

আরা জেলায় দুর্গাপূজার প্যান্ডেলে কারা গুলি চালিয়েছে তা তদন্ত করছে পুলিশ। কেন এই হামলা- সেটি নিয়ে প্রশ্ন উঠেছে।

পূজা কমিটির সঙ্গে কথা বলে এ ঘটনার কোনো সূত্র পাওয়া যায় কি না পুলিশ তা খতিয়ে দেখছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতকারীদের চিহ্নিত করার চেষ্টাও চলছে।

৩৯ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।