শীর্ষ দুর্নীতিবাজদের বিরুদ্ধে স্পেশাল ট্রাইবুন্যাল গঠন করে বিচারের দাবীতে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিল গত ৯ এপ্রিল রবিবার বিকালে বন্দরবাজারস্থ মধুবন সুপার মার্কেটের ২য় তলায় আলিফ রেস্টুরেন্টের অনুষ্ঠিত হয়।
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিনের সভাপতিত্বে বক্তারা সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত কয়েকটি বড় বড় দুর্নীতির তথ্য যেমন সড়কের গডফাদার আবেদ মনসুর, রপ্তানীর আড়ালে ৩২৮ কোটি টাকা পাচার, সোনা চোরচালান মামলার বিচার ঝুলছে বছরের পর বছর। দেশের ১৬০ উপজেলার শিক্ষার জন্য আইসিটি ট্রেনিং ও রিসোর্স সেন্টার গড়তে ভবন নির্মাণ করার কথা ২০ মাসে মধ্যে, পেরিয়ে গেছে ১৬ মাসের বেশি। কিন্তু এখনো কাজ শেষ হয়নি একটি ভবনেরও। একটি ভবনও না করে হাতিয়ে নেয়া হয়েছে ১৪০ কোটি টাকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিরীণ আখতারের মর্জিমাফিক সীমাহীন নিয়োগ বাণিজ্যের কারণে বিশ্ববিদ্যালয়ে কয়েক মাস ধরে অচলাবস্থা সৃষ্টি। ডিজিটাল ব্যবসার ফাঁদে রাজশাহী ডিজিটাল বিজনেস প্লাস লিমিটেড আহসানুল আজিম রাজীব গংরা লুট করেছে ৩৯ কোটি টাকা। গরীব সেজে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে শিকদার গ্রুপ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপস্থিতি নিশ্চিতকরণে বায়োমেসট্রিক হাজিরা চালু করতে চেয়েছিল সরকার। অঙ্কুরেই এই প্রকল্প বেস্তে গেছে। গচ্ছা গেছে ৬৩ কোটি টাকা। ব্যাংক ঋণের টাকায় বিলাসী জীবন যাপন করছেন সেলিম চৌধুরী নামক এক ব্যক্তি।
উপরোক্ত তথ্য পেশ করে বক্তারা বলেন এই হচ্ছে দেশের দুর্নীতির চিত্র। অথচই সরকারের হাইকমান্ড বলেন, দুর্নীতি কোথায় হচ্ছে দেখিয়ে দিন। গণমাধ্যমে প্রকাশিত সংবাদগুলো দুর্নীতির জন্য যথেষ্ট প্রমাণ নয় কী?
বক্তারা স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুন্ন ও আগামী দিনের উন্নয়ন বাংলাদেশ নির্মাণ করার লক্ষ্যে শীর্ষ দুর্নীতিবাজদের শায়েস্তা করতে জেহাদী কর্মসূচির প্রয়োজন উল্লেখ করে বলেন, রমজানের অন্যতম শিক্ষা হচ্ছে দুর্নীতিবাজদের বিরুদ্ধে সংগ্রাম করা। রমজানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আগামী দিনের দুর্নীতি বিরোধী কঠোর কর্মসূচি বাস্তবায়নে অঙ্গীকার ব্যক্ত করা হয়। সভায় ব্যাংক ডাকাত আমজাত, সোনা চোরাচালনকালী আরাভ খান, সোনা পাচারকারীর অন্যতম হোতা ডায়মন্ড জুয়েলারীর মালিককে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল নয়, বরং অপব্যবহার বন্ধে সংশোধনের দাবী জানানো হয়।
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেনের পরিচালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, উপদেষ্টা শিক্ষাবিদ ও সমাজসেবী নেছারুল হক চৌধুরী বুস্তান, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ এডভোকেট, সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইন চতুলী, সাংগঠনিক সম্পাদক ডাঃ অরুণ কুমার দেব, সিলটি পঞ্চায়েত এর সাধারণ সম্পাদক মোঃ তাজ রীহান (জামান) এডভোকেট, সিনিয়র সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, প্রবীন ফটো সাংবাদিক আতাউর রহমান আতা, ফোরামের কেন্দ্রীয় সদস্য আমিরুর হোসেন চৌধুরী আমনু, আব্দুল মোতাওয়ালী ফলিক, রফিকুল ইসলাম শিতাব, সরোজ ভাট্টাচার্য্য, সাংবাদিক শহীদ আহমদ খান শিব্বির, যুবনেতা শিক্ষানবিশ আইনজীবী ইসমত ইবনে ইসহাক সানজিদ, প্রকৌশলী আজিজ আহমদ সেলিম, ফোরামের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তারেক আহমদ বিলাস, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহিদুর রহমান জুনু, সদস্য কয়েছ আহমদ সাগর, আফছারুজ্জামান আফছর, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইমাম হোসেন, সিনিয়র সহ সভাপতি নিয়াজ কুদ্দুস খান, সাধারণ সম্পাদক মাহবুব ইকবাল মুন্না, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নুরুর আহমদ জুনেদ প্রমুখ।
আলোচনা শেষে স্বাধীনতা সংগ্রামের মহান গণসংগঠক, জাতির অন্যতম অভিভাবক সাবেক মন্ত্রী জননেতা তোফায়েল আহমদ, ডাঃ জাফরুল্লাহ সহ দুর্নীতি বিরোধী আন্দোলনের নেতাকর্মীদের সুস্বাস্থ্য, দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা আবুল হোসাইন চতুলী। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়া করেন কিশোর মাশকুর হোসেন।