গত শনিবার এই তাপপ্রবাহ শুরু হয়েছে। আবহাওয়া অধিদপ্তরআবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের ৩৩ জেলায় আজ সোমবার তাপপ্রবাহ চলছে। আগামীকাল মঙ্গলবার এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তবে বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এবং তাপপ্রবাহ কমে আসতে পারে।
তার ভাষায়, মোট ৩৩টি জেলায় আজ তাপপ্রবাহ চলছে। আগামীকালও থাকতে পারে। তবে বুধবার থেকে তাপপ্রবাহ কমে আসতে পারে। সেই সময় বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এ সময় একটি নিম্নচাপও হতে পারে।
আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, আজ রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও খুলনা বিভাগের সব জেলাতেই তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ ছাড়া ফরিদপুর, মাদারীপুর ও পটুয়াখালীতেও একই অবস্থা বিরাজ করছে।
এর কারণ প্রসঙ্গে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ বলছিলেন, দেশের অর্ধেকের বেশি অংশজুড়ে তাপপ্রবাহ রয়েছে। তবে অন্য এলাকাতেও ভ্যাপসা গরম পড়েছে। কিছু স্থানে বৃষ্টি হচ্ছে। কিন্তু তাতে গরম কমছে না। এখন বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেক। তাই এত গরম। তবে কয়েক দিন পর বৃষ্টি হলে এই অস্বস্তি কেটে যেতে পারে।
আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে, ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোর, চুয়াডাঙ্গা ও খুলনার কয়রায়, ৩৭ ডিগ্রি সেলসিয়াস। এই গরমের মধ্যেও বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। তবে তাতে গরম কমছে না।