দোয়ারাবাজারে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২টি ড্রেজার মেশিনসহ বালু জব্দ করেছে প্রশাসন।
জানা যায়, উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে সোমবার সন্ধ্যার দিকে ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা রঞ্জন কুমার দাস উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উরুরগাও গ্রামের বায়তুল আমান জামে মসজিদ সংলগ্ন চিলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২টি ড্রেজার মেশিনসহ বালু জব্দ করেন।
এ সময় উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। তবে জড়িতদের চিহ্নিত করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ মালামাল জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন।
৯০ বার পড়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।