• ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ , ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

দোয়ারাবাজারে চিলাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার মেশিন জব্দ

risingsylhet.com
প্রকাশিত জানুয়ারি ৩, ২০২৩
দোয়ারাবাজারে চিলাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার মেশিন জব্দ

দোয়ারাবাজারে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২টি ড্রেজার মেশিনসহ বালু জব্দ করেছে প্রশাসন।

জানা যায়, উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে সোমবার সন্ধ্যার দিকে ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা রঞ্জন কুমার দাস উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উরুরগাও গ্রামের বায়তুল আমান জামে মসজিদ সংলগ্ন চিলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২টি ড্রেজার মেশিনসহ বালু জব্দ করেন।

এ সময় উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। তবে জড়িতদের চিহ্নিত করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ মালামাল জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন।

বার পড়া হয়েছে।