• ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

দোয়ারাবাজারে ভারতীয় মদের চালানসহ কারবারি আটক

risingsylhet.com
প্রকাশিত নভেম্বর ১০, ২০২৩
দোয়ারাবাজারে ভারতীয় মদের চালানসহ কারবারি আটক

রাইজিংসিলেট- সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় তৈরী ৭৫ বোতল মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

আটককৃত মাদক কারবারি উপজেলার বাংলাবাজার ইউনিয়নের রামসাইরগাও গ্রামের গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে কবির হোসেন (৫৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল হাসানের দিকনির্দেশনায় এসআই মুহাম্মদ আসলাম হোসেনের নেতৃত্বে সংঙ্গীয় ফোর্সদের সহযোগিতায় উপজেলার বাংলাবাজার ইউনিয়নের রামসাইরগাও গ্রামের রাস্তার উপর তল্লাশি করে কবির হোসেনের হেফাজতে থাকা ৭৫বোতল অফিসার চয়েজ মদসহ জব্দ ও কবির হোসেনকে আটক করে মামলা দায়ের করা হয়েছে।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: বদরুল হাসান সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। মাদকের বিরোদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

৮১ বার পড়া হয়েছে।