রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে সাত ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর চালু হয়েছে।
বুধবার দিবাগত রাত ৩:০০টা থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। ঘন কুয়াশার পরিমাণ বেড়ে যাওয়ায় কারণে চ্যানেলের বিকন বাতি ও মাইকিং পয়েন্টগুলো দৃশ্যমান না হওয়ায় দুর্ঘটনার আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বৃহস্পতিবার সকাল দশটায় কুয়াশা দূরত্ব কমে গেলে ফেরি চলাচল শুরু হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারি ব্যবস্থাপক(এজিএম) মো. সালাহ্ উদ্দিন । বি আই ডব্লিউ টি সির ঘাট কার্যালয়ের থেকে জানা যায়, ঘন কুয়াশার কারণে বুধবার দিবাগত রাত তিনটা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। এ সময় মাঝ নদীতে দুইটি ফেরি আটকা পরে। গোয়ালন্দের দৌলতদিয়ার জিরো পয়েন্ট থেকে ক্যানাল ঘাট এলাকা পর্যন্ত দূরপাল্লার বাস ও বাসের যাত্রীসহ পন্য বাহির ট্রাকগুলোকে পারাপারের অপেক্ষায় রাজবাড়ীর-ঢাকা মহাসড়কে আটকা পড়ে থাকতে দেখা যায়। এ বিষয়ে দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (এজিএম) সালাহ্ উদ্দিন বলেন, ঘন কুয়াশার পরিমাণ মধ্যরাত দুটার পর থেকে বেড়ে গেলে রাত তিনটার পর সকল নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
কুয়াশা কেটে গেলে বৃহস্পতিবার সকাল দশটায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। ১২ টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার এবং পাশাপাশি তিনটি ফেরিঘাট চালু রয়েছে বলে জানান এ কর্মকর্তা।