• ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ , ১১ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ধর্ষণের পর হত্যা করে খালে ফেলেদেয় শিশুর লাশ

risingsylhet.com
প্রকাশিত জানুয়ারি ১৬, ২০২৩

রাইজিংসিলেট-ধর্ষণের পর হত্যা করে খালে ফেলেদেয় শিশুর লাশ, রোববার (১৫ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের চরগোস্তী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পটুয়াখালীর গলাচিপায় ধর্ষণের পর স্বপ্না (১২) নামের এক শিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগে রেজাউল (৪০) নামের ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

পরে তার দেয়া তথ্যমতে রাত ১১টায় চরকাজল ইউনিয়নের ছোট শিবা গ্রামের একটি খাল থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় ও নিহতের পরিবারের অভিযোগ, শনিবার সকালে স্বপ্না বাড়ির পাশের বিলে কলাই তুলতে যায়। পরে রেজাউল তাকে জোর করে ধর্ষণ করে শ্বাসরোধে হত্যা করে। লাশ গুম করতে ফেলে দেয় পাশ্ববর্তী খালে।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিক কুমার গায়েন বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বার পড়া হয়েছে।