
রাইজিংসিলেট- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ধলাই সেতুর নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ১১ জনকে আটক করেছে টাস্কফোর্স। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ১১টা থেকে শুক্রবার ভোর ৪টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিন মিয়া এবং কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. রতন শেখ। তাদের সঙ্গে ছিলেন কালাসাদেক বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. ইকবাল হোসেন, পুলিশ ও বিজিবির সদস্যরা।
অভিযান চলাকালে ধলাই সেতুর ৫০০ মিটারের মধ্যে লিস্টার মেশিন ব্যবহার করে বালু উত্তোলনের প্রমাণ পাওয়া যায়। পরে ঘটনাস্থল থেকে ৮টি নৌকা জব্দ করা হয়, যার মধ্যে ছিল ৬টি স্টিল বডি নৌকা এবং ২টি কাঠের বারকি নৌকা। এ সময় ১১ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ, বিশ্বম্ভরপুর, তাহিরপুর এলাকার বিভিন্ন গ্রামের বাসিন্দারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিন মিয়া বলেন, “সেতুর আশপাশ ও লিজ বহির্ভূত এলাকায় বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
ওসি মো. রতন শেখ জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। তিনি আরও বলেন, অবৈধভাবে বালু-পাথর উত্তোলনে জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না।